Logo
Logo
×

আন্তর্জাতিক

৭ অক্টোবর হামলায় অভিযুক্ত হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পিএম

৭ অক্টোবর হামলায় অভিযুক্ত হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ঢুকে আকস্মিক আক্রমণ চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর পাল্টা জবাবে ফিলিস্তিনে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

ইসরাইলের সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা একজন হামাস কমান্ডারকে হত্যা করেছে, যিনি গত বছরের ৭ অক্টোবরে ইসরাইলে হামলায় অংশ নিয়েছিলেন।  একইসঙ্গে তাদের দাবি, গাজা উপত্যকায় জাতিসংঘের সাহায্য সংস্থার (ইউএনআরডব্লিউএ) জন্যও কাজ করেছিলেন এই হামাস কমান্ডার। 

এতে আরো বলা হয়েছে, নিহত ওই হামাস কমান্ডারের নাম মোহাম্মদ আবু ইতিভিকে।  এতে বলা হয়েছে, তিনি একজন হামাস কমান্ডার এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন।  ২০২২ সালের জুলাই থেকে জাতিসংঘের অধীনে ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী সংস্থায় কাজ করছিলেন এই হামাস নেতা।

ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মী এমনকি জাতিসংঘের বিভিন্ন সংস্থার নিয়োজিত কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।  হামাস ছদ্মবেশে নিজেদের ‘আড়াল’ রেখেছে, এই অজুাহতে হাসপাতাল, শরণার্থী শিবিরের মতো স্থাপনায় ন্যক্করজনক হামলা চালাচ্ছে ইসরাইল।  যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

জাতিসংঘ গত আগস্টে জানিয়েছে, ইউএনআরডব্লিউএ থেকে ৯ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলায় সম্ভাব্য অভিযোগ রয়েছে।

সর্বশেষ ইসরাইলি অভিযোগের বিষয়ে ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পৃথকভাবে, বুধবার সংস্থাটি বলেছে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় তাদের একজন কর্মী নিহত হয়েছে।

ইসরাইলের দাবি এই সত্য হলেও, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ওপর তাদের হামলার নায্যতা দেওয়া যায় না। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৩০ জাতিসংঘের কর্মী ইসরাইলের হামলায় নিহত হয়েছে। এই পরিসংখ্যান বলে দেয়, ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিধকারকে কোনো তোয়াক্কা করে না।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম