দ্বিপক্ষীয় বৈঠক শেষে যে বার্তা দিলেন পেজেশকিয়ান-পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পিএম
পেজেশকিয়ান-পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখানে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয় জোর দিয়েছেন তারা।
বুধবার (২৩ অক্টোবর) কাজানে ব্রিকস সম্মেলনের মধ্যে দুই নেতা এই বৈঠকে বসেন। খবর মেহের নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে একটি বিস্তৃত সহযোগিতা চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে।
বৈঠকে উভয়পক্ষের উচ্চপদস্থ প্রতিনিধিদল এবং দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তার দেশ ইরানের শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ব্রিকসে পূর্ণ সদস্যপদে সক্রিয়ভাবে সমর্থন করেছে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য একটি বিস্তৃত চুক্তি শিগগিরই স্বাক্ষর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেজেশকিয়ানকে এ বিষয়ে আলাদা সফরের জন্য ধন্যবাদ জানান।
ইরানি প্রেসিডেন্ট দুদেশের সম্পর্ককে কৌশলগত হিসেবে বর্ণনা করেন এবং রাশিয়াকে একটি মিত্র দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি ইরান এবং রাশিয়ার সম্পর্ক কৌশলগত। এই সম্পর্ক উভয় দেশের জন্য অত্যন্ত লাভজনক।
পেজেশকিয়ান আশা প্রকাশ করে বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, দু'পক্ষ তার আসন্ন মস্কো সফরের সময় প্রত্যাশিত বিস্তৃত সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর করবে।
তিনি বলেন, ব্রিকস সদস্যরা মার্কিন সাম্রাজ্যবাদকে বাধাগ্রস্ত করতে সাহায্য করতে পারে।