Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবানন সেনাবাহিনীর ওপর ইসরাইলি হামলায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:৩১ এএম

লেবানন সেনাবাহিনীর ওপর ইসরাইলি হামলায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের

গত মাস থেকে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ, তারা বেসামরিক নাগরিক, জাতিসংঘ শান্তিরক্ষী, ত্রাণশিবির এবং উদ্বারকর্মীদের ওপরও হামলা করছে। এরমধ্যে আরো গুরুত্বর অভিযোগ হল, লেবাননের রাষ্ট্রীয় বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু করা।

ইসরাইল বলে আসছে তাদের অভিযান এবং হামলা হিজবুল্লাহর বিরুদ্ধে। কিন্তু এরপরও ইসরাইলি হামলার নিশানা হচ্ছে লেবাননের সশস্ত্রবাহিনী। যা একটি দেশের সার্বভৌমত্বেরর লঙ্ঘন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরেছেন দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সচিব তার ইসরাইলি প্রতিপক্ষ ইয়োভ গ্যালান্টের সাথে একটি ফোন কলে কথা বলেছেন। যেখানে ওয়াশিংটনের ইসরাইলের জন্য অটুট এবং স্থায়ী সমর্থন এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে আলোচনা করেন।

তবে, অস্টিন লেবাননের সেনাবাহিনীর একটি ট্রাকে ইসরাইলি হামলার কথা উল্লেখ করে, ‘লেবানিজ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে হামলার প্রতিবেদন সম্পর্কে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। রোববার ইসরাইলি হামলায় লেবাননে সশস্ত্র বাহিনীর তিনজন নিহত হয়।

অস্টিন লেবাননের সশস্ত্র বাহিনী এবং ইউএনআইপিএল (লেবাননে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী) বাহিনীর নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজায় সবকিছু অবরুদ্ধ ধরে নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। যেখানে ত্রাণ সরবরাহ এবং মানবিক কর্মসূচিও বন্ধ করে রাখা হয়েছে। বিশ্বজুড়ে উত্তর গাজায় হামলার বিরুদ্ধে নিন্দা উঠলেও ইসরাইলকে থামাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু বিবৃতি দিয়ে দায় সারছে দেশটি।

আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, ফোনালাপে অস্টিন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীকে গাজার ভয়ানক মানবিক পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম