
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম
তুরস্কে উড়োজাহাজ কোম্পানির দপ্তরে হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ এএম

তুরস্কে উড়োজাহাজ কোম্পানির দপ্তরে হামলা, নিহত ৫
আরও পড়ুন
তুরস্কের একটি উড়োজাহাজ কোম্পানির দপ্তরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন টিএআইয়ের কর্মী, অন্যজন ট্যাক্সিচালক।
বুধবার রাজধানী আঙ্কারার কাছে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
এ ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, হামলাকারী দুই নারী ও পুরুষকে নিরস্ত্র করা হয়েছে। কুর্দি সশস্ত্র গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্য করে উত্তর ইরাক ও উত্তর সিরিয়া অঞ্চলে বিমান হামলার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীসহ কমপক্ষে দুজন বন্দুকধারী টার্কিশ এরোস্পেচ ইন্ডাস্ট্রিজে (টিএআই) প্রবেশদ্বারে লোকজনে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে। আঙ্কারা থেকে টিএআইয়ের দপ্তরের দূরত্ব ২৫ মাইলের মতো।
এই ঘটনায় রাশিয়ায় ব্রিকস সম্মেলনে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিন্দা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসি হামলা বলে উল্লেখ করেন।