মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে বাংলাদেশির মৃত্যু
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামোর কাজ করতে গিয়ে ১৮ মিটার উঁচু থেকে বায়ুপ্রবাহের গর্তে পড়ে ২২ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বুধবার দেশটির পেনাং রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, দেশটির পেনাং রাজ্যের পোলাও পেনাংয়ে গত ২১ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে ২২ বছর বয়সি ওই বাংলাদেশি নির্মাণ শ্রমিক নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামোর ফর্মওয়ার্ক খোলার কাজ করছিলেন। এমন সময় ১৮ মিটার উঁচু থেকে বায়ুপ্রবাহের গর্তে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত বাংলাদেশি একটি সাব-কন্ট্রাক্টর কোম্পানির সাধারণ কর্মী ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, নিচতলায় পড়ে থাকা প্লাইউডের টুকরোসহ ওই শ্রমিককে পাওয়া যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণ সাইটে ভবনের সব বায়ুপ্রবাহ কাঠামো সংক্রান্ত কাজ অবিলম্বে বন্ধের নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি ডিওএসএইচের কাছে উপস্থাপনের জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ দিয়েছে।