যুদ্ধের হুমকি দিয়ে মিসাইল ঘাঁটি পরিদর্শন কিম জং উনের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পিএম
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতাকে উত্তর কোরিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি বলে উল্লেখ করেন তিনি।
সফরে কিমের সঙ্গে আরও ছিলেন তার বোন কিম ইয়ো জং ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক কিম জং সিক। বুধবার বার্তা সংস্থা কেএনসিএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
পরিদর্শনকালে কিম বলেন, মার্কিন পারমাণবিক সক্ষমতার বিপরীতে পিয়ংইয়ং তার কঠোর অবস্থান বজায় রেখেছে। এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।
জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘের এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে দেশটি। একইসঙ্গে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও অব্যাহত রেখেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং মঙ্গলবার দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনকে ‘সামরিক উসকানি’ দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।
কেসিএনএ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে তিনি দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনকে ‘যুক্তরাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত নেড়ি কুকুর’ হিসেবে অভিহিত করেন এবং প্রতিশোধমূলক হুমকি দেন।