Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের বিপুল সংখ্যক যুদ্ধযান ক্ষতিগ্রস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

ইসরাইলের বিপুল সংখ্যক যুদ্ধযান ক্ষতিগ্রস্ত

ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে, হিজবুল্লাহ এবং হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে দখলদার ইসরাইলি বাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক এবং সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলের ‘ইয়েদিয়থ আহরনথ’ পত্রিকা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ এবং মেরামত কেন্দ্র এই বিপুল পরিমাণ ট্যাংক, সেনাবাহী সাঁজোয়া এবং গোলাবারুদবাহী সাঁজোয়া যান মেরামত করতে অক্ষম।

ইসরাইলি কর্তৃপক্ষ যদিও এই ক্ষতিগ্রস্ত ট্যাংক এবং অস্ত্রের সঠিক সংখ্যা উল্লেখ করেনি। তবে হিজবুল্লাহ এবং হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে মার্কাভা ট্যাংক এবং টাইগার ও ইটান সাঁজোয়া যান। যেগুলোর মেরামত ইসরাইলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ কেন্দ্র থেকেই করা হয়। 

তবে সেগুলোর সংখ্যা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেগুলো এখন মেরামত করার মতো যথেষ্ট কর্মী নেই ইসরাইলের। সূত্র: ইরনা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম