শরতের ছবি দিয়ে সুখময় অনুভূতি প্রকাশ করলেন মালালা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০২:১৫ পিএম
মালালা ইউসুফজাই
শরৎ এমন একটি মৌসুম, যা অনেক আবেগ-অনুভূতির সঙ্গে সম্পর্ক এবং মনে হচ্ছে এটি মালালা ইউসুফজাইকে তার কোলে আচ্ছন্ন করেছে। সমাজকর্মী ইনস্টাগ্রামে কিছু মৌসুমি ছবি শেয়ার করেছেন, যেখানে কমলা ও সোনালী রঙের ঝড়ে পড়া পাতা এবং গজিয়ে ওঠা কুমড়োর ছবি ফুটে উঠেছে।
ক্যাপশনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী স্মৃতিচারণা করেছেন, আমি সবসময় প্রকৃতিতে নিজেকে বাড়ির মতো মনে করেছি। স্বাতভ্যালিতে শিশুবেলা কাটানোর সময়, আমি প্রতিদিন সকালে জানালা খুলতে ভালোবাসতাম, যাতে বরফে ঢাকা পর্বত দেখতে পাই এবং পাইন গাছের সুগন্ধ উপভোগ করতে পারি। কলেজে আমি অক্সফোর্ডের চেরওয়েল নদীর তীরে অনেক সূর্যোদয় ও সূর্যাস্ত কাটিয়েছি।
মালালা আরও বলেছেন, এই সপ্তাহে আমি নিউ হ্যাম্পশায়ারে শরৎ উপভোগ করেছি, বনজঙ্গলে দীর্ঘ হাঁটতে গিয়ে পরিবর্তিত মৌসুমের সৌন্দর্য লক্ষ্য করেছি। আমি সবসময় প্রার্থনা করি এমন একটি বিশ্বে, যেখানে প্রতিটি মানুষ প্রকৃতির মাঝে থাকতে পারে, যুদ্ধ ও সহিংসতার মাঝে নয়, বরং শান্তিতে।
মাসের শুরুতে মালালার সংগঠন মালালা ফান্ড গাজায় শিশুদের সহায়তা করার জন্য ত্রাণ তহবিল ঘোষণা করেছে। তিনি বলেন, প্রায় এক বছর ধরে, আমি প্রতিদিন গাজার ফিলিস্তিনি শিশুদের কথা ভাবছি, যারা অবিরাম ইসরাইলি বোমাবর্ষণের শিকার।
মালালা আরও বলেন, তারা ভয়াবহ আতঙ্ক এবং ট্রমার সম্মুখীন হয়েছে, যখন তাদের বাড়ি ও স্কুল ধ্বংস হয়েছে। তাদের বন্ধু ও পরিবার সদস্যরা নিহত হয়েছে। আমি বিশ্বের মিলিয়নগুলো মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছি, যারা অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি দাবি করছে। আজ, আমি মালালা ফান্ড থেকে লাখ ডলার জরুরি তহবিল তিনটি চ্যারিটিতে পাঠাচ্ছি, যারা ফিলিস্তিনি শিশুদের সাহায্য করছে।
সূত্র: দ্য ট্রিবিউন