Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন শি জিনপিং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০১:০৬ পিএম

রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন শি জিনপিং

শি জিনপিং-ভ্লাদিমির পুতিন

ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে ‘বিশৃঙ্খল’ বিশ্বে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ককে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (২২ অক্টোবর) কাজানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন শি জিনপিং।

শি জিনপিং তাদের দুদেশের মধ্যে ‘গভীর বন্ধুত্বের’ প্রশংসা করে পুতিনকে বলেছেন, ‘বিশ্ব এক শতাব্দীতে গভীর অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল, তবে ওৎপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িত।’

শি বলেন, চীন এবং রাশিয়া, ‘বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করেছে।’

তিনি বলেন, সম্পর্ক ‘দুদেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নে শক্তিশালী প্রেরণা যোগ করেছে।’

শি আরও বলেন, ‘তারা আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এটি পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ উভয় দেশ বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে চায়।

মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার কিছুক্ষণ আগে চীন ও রাশিয়া অংশীদারিত্ব বাড়ানোর ঘোষণা করেছিল। বেইজিং কখনও মস্কার ইউক্রেন হামলার নিন্দা করেনি।

সূত্র: আলজাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম