Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানিও নেই, অভিযোগ ইসরাইলি সংস্থার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:১৬ এএম

উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানিও নেই, অভিযোগ ইসরাইলি সংস্থার

ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’টসেলেমে জানিয়েছে, উত্তর গাজায় সামরিক আগ্রাসনে ক্ষুধা নিবারণের জন্য পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সংস্থাটির অভিযোগ, এভাবে ‘জাতিগত নিধনের’ মাধ্যমে বৈশ্বিক মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগ নিচ্ছে ইসরাইল।  

গত কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে উত্তর গাজায় অভিযান চালাচ্ছে ইসরাইল। যেখানে হামলা থেকে রেহাই পাচ্ছে না শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্র এবং হাসপাতাল।  

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বি’টসেলেম ফিলিস্তিনে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে গত কয়েক দশক ধরে কাজ করে আসছে।  ইসরাইলি সরকার বারবার গাজায় মানবাধিকার লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে। এই ধরনের লঙ্ঘনের অস্তিত্ব অস্বীকার করার বিরুদ্ধে লড়াই এবং ইসরাইলে একটি মানবাধিকার সংস্কৃতি তৈরিতে কাজ করছে বি’টসেলেম  ।

এক বিবৃতিতে জেরুজালেম ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘এটা আগের চেয়ে পরিষ্কার, ইসরাইল গাজা যুদ্ধে কিছু গুরুতর অপরাধ করে উত্তর গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চায়’।

একইসঙ্গে বিশ্ব সম্প্রদায় এবং সংস্থাগুলােকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘৫ অক্টোবর থেকে উত্তর গাজা উপত্যকায় ইসরাইলের বর্তমান অভিযান শুরু হওয়ার পর থেকে, এলাকাটি প্রায় সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে।  সেখানকার বেসামরিক বাসিন্দাদের ওপর নিরলসভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী’।

‘ইসরাইল তাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছে।  কয়েকটি প্রমাণে যা বেরিয়ে এসেছে, যা বর্ণনা করে ওই অঞ্চলের রাস্তায় সারিবদ্ধ মৃতদেহ।  ক্ষুধা নিবারণে সেখানে পানীয় জলও কোথাও পাওয়া যায়নি’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম