Logo
Logo
×

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ডানা: পশ্চিমবঙ্গের ৯ জেলায় স্কুল বন্ধ ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৯:০৪ এএম

ঘূর্ণিঝড় ডানা: পশ্চিমবঙ্গের ৯ জেলায় স্কুল বন্ধ ঘোষণা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’ ধেয়ে আসছে।  আর সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪ দিনের পশ্চিমবঙ্গের ৯ টি জেলায় স্কুল বন্ধ রাখার ঘোষণা করা করেছে পশ্চিমবঙ্গ সরকার।  প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মঙ্গলবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শিক্ষা সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা যেতে পারে।’

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।  

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত একেবারেই বাস্তবসম্মত। সরকারি, বেসরকারি সব স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করা দরকার।’

ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। যা বৃহস্পতিবার সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে ‘ডানা’ । ওইসময় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১২০ কিমিতে পৌঁছেও যেতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম