ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম
ইসরাইলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলার পরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গ্লিলত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০–এর ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এদিকে হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়। এ সময় শহরটির বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ করা হয়।
এর আগে তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে হিজবুল্লাহ।
দাবি করা হয়েছে, উত্তর–পশ্চিমাঞ্চলের হাইফা শহরের ‘স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে’ বোমা হামলা চালানো হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে দক্ষিণ লেবাননের প্রধান সরকারি হাসপাতালের কাছে দখলদার ইসরাইলের বিমান হামলায় এক শিশুসহ চার জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, রফিক হারিরি হাসপাতালের কার পার্কে হামলাটি হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে মোট ১৩ বার হামলা হয়েছে এবং এই হামলা তারই একটি। অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে যোগসূত্র থাকা স্থাপনাগুলোতে হামলা করছে।