Logo
Logo
×

আন্তর্জাতিক

‘এটা তোমার জমি নয়, তুমি আমার রাজা নও’, ব্রিটিশ রাজাকে সিনেটর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পিএম

‘এটা তোমার জমি নয়, তুমি আমার রাজা নও’, ব্রিটিশ রাজাকে সিনেটর

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিব্রতকর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের রাজা চার্লস। সোমবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তার সামনেই ঔপনিবেশিক বিরোধী স্লোগান দিয়েছেন আদিবাসী সিনেটর লিডিয়া থর্প। যা সমবেত আইনপ্রণেতা ও অনন্যা বিশিষ্ট ব্যক্তিদের হতবাক করেছে।

রাজা চার্লসের বক্তৃতার পর থর্প চিৎকার করে বলে উঠেন, ‘আমাদের জমি ফেরত দাও! তুমি আমাদের কাছ থেকে যা চুরি করেছ তা ফেরত দাও! এটা তোমার জমি নয়, তুমি আমার রাজা নও।’ 

এর আগে, তিনি ইউরোপীয় বসতি স্থাপনকারীদের দ্বারা আদিবাসী অস্ট্রেলিয়ানদের ‘গণহত্যা’ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কেননা, অস্ট্রেলিয়া ১০০ বছরেরও বেশি সময় ধরে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। আর সেই সময়ে হাজার হাজার আদিবাসী অস্ট্রেলিয়ানকে হত্যা করা হয়েছিল এবং সমগ্র সম্প্রদায়গুলিকে বাস্তুচ্যুত করা হয়েছিল।

পরে দেশটি ১৯০১ সালে প্রকৃত স্বাধীনতা লাভ করে, কিন্তু কখনই একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র হয়ে উঠতে পারেনি। যেখানে রাজা চার্লস বর্তমান রাষ্ট্রপ্রধান। আর সেই সুবাদেই বর্তমানে অস্ট্রেলিয়া ও সামোয়ায় ৯ দিনের সফরে রয়েছেন তিনি। যা তার ক্যান্সার নির্ণয়ের পর প্রথম বড় সফর।

রাজা চার্লসকে নিয়ে এমন মন্তব্য অবশ্য থর্পের নতুন কিছু নয়। বিভিন্ন সময়ই আকর্ষণকারী রাজনৈতিক স্টান্ট এবং রাজতন্ত্রের তীব্র বিরোধিতা করে আলোচনায় আসেন থর্প। ২০২৩ সালে সংবিধানে আদিবাসী অস্ট্রেলিয়ানদের স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করার পেছনে অবদান রেখেছিলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম