Logo
Logo
×

আন্তর্জাতিক

৭ অক্টোবরের হামলার আগে সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছিলেন সিনওয়ার?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম

৭ অক্টোবরের হামলার আগে সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছিলেন সিনওয়ার?

৭ অক্টোবরের হামলার আগে সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছিলেন সিনওয়ার?

ইসরাইলি সেনাবাহিনী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা আগে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে দীর্ঘকালীন থাকার জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে। গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলা যুদ্ধের সূত্রপাত ঘটানো হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করা হয়েছে সিনওয়ারকে। সেনাবাহিনী ঘোষণা করেছে যে সিনওয়ারকে এই সপ্তাহের শুরুতে একটি টার্গেটেড অভিযানে ইসরাইল তাকে হত্যা করেছে। 

শনিবার ইসরাইলি সেনাবাহিনীর প্রকাশ করা ফুটেজে দেখা যায়, সিনওয়ার, তার স্ত্রী এবং সন্তানদের ৬ অক্টোবর রাতে গাজায় তাদের পারিবারিক বাড়ির নিচে একটি ভূগর্ভস্থ বাঙ্কারে যেতে দেখা গেছে। 

ইসরাইলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারির মতে, পরিবারটি দীর্ঘকালীন থাকার জন্য সেখানে বসতি স্থাপন করছিল বলে মনে হয়েছে। 

ভিডিওতে সিনওয়ার এবং তার ছেলেকে বারবার একটি সুড়ঙ্গে উঠানামা করতে দেখা যায়, খাবার, পানি, বালিশ, একটি প্লাজমা স্ক্রিন এবং গদিসহ থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাতায়াত করতে দেখা যায় তাদের। এই ফুটেজটি পরের দিন হামাসের হামলা চালানোর সময় সিনওয়ারের দূরদর্শিতা এবং দীর্ঘ সময় ভূগর্ভে থাকার প্রস্তুতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

ইসরাইলি সেনাবাহিনী এর আগে সিনওয়ারের শেষ মুহূর্তের ড্রোন ফুটেজ শেয়ার করেছিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি এমন সিনওয়ারকে, দক্ষিণ গাজার শহর রাফায় একটি তীব্র গোলাগুলির সময় ইসরাইলি বাহিনী খুঁজে পেয়েছিল বলে জানা গেছে। 

ড্রোন ফুটেজে দেখা যায়, ইসরাইল বাহিনী একটি ধ্বংসপ্রাপ্ত ভবনে তাকে ঘিরে ফেলার সময়, আহত সিনওয়ার ড্রোনের দিকে একটি বস্তু ছুড়ে মারছে। যে ভবনে সিনওয়ার লুকিয়ে ছিল বলে মনে করা হচ্ছে, সেই ভবনে ইসরাইলি ট্যাংকে গুলি চালানোর ফুটেজও প্রকাশ্যে আনা হয়েছে। 

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইসরাইলি ময়নাতদন্তে নির্ধারিত হয়েছে যে সিনওয়ার মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। 

যুদ্ধের শুরুতে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইয়াহিয়া সিনওয়ার গাজায় নেতৃত্ব গ্রহণ করেছিলেন। সিনওয়ারের হামাসের সঙ্গে সামরিক এবং রাজনৈতিক যোগের ইতিহাস ছিল এবং তাকে আন্দোলনের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হত। তার মৃত্যুকে হামাসের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম