Logo
Logo
×

আন্তর্জাতিক

‘সিনওয়ার মৃত্যুকে ভয় করেননি বরং শাহাদাতের সন্ধান করেছেন’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পিএম

‘সিনওয়ার মৃত্যুকে ভয় করেননি বরং শাহাদাতের সন্ধান করেছেন’

‘মৃত্যুকে ভয় করেননি বরং শাহাদাতের সন্ধান করেছেন’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সারা মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের অনুপ্রেরণার উৎস হিসেবে ইসরাইলি হামলায় শহিদ হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার সামাজিকমাধ্যম এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে আরাকচি এসব কথা বলেন। 

তিনি বলেন, ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুকে ভয় করেননি বরং গাজায় শাহাদাতের সন্ধান করেছেন। তিনি সাহসের সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে লড়াই করে শাহাদতবরণ করেছেন।

আরাকচি বলেন, তার পরিণতি, তার শেষ ছবিতে সুন্দরভাবে ধরা পড়েছে— তা প্রতিরোধ যোদ্ধাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, হোক তারা ফিলিস্তিনি বা ফিলিস্তিনি বাইরের যোদ্ধা।

তিনি উল্লেখ করেন, আমরা এবং বিশ্বের অন্যান্য মুসলমান তার আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি স্যালুট জানাই, যা ফিলিস্তিনের জনগণের মুক্তির জন্য তিনি করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শহিদরা চিরকাল বেঁচে থাকেন এবং ইসরাইলি দখল থেকে ফিলিস্তিনের মুক্তির উদ্দেশ্য আরও বেশি জীবন্ত।

এর আগে শুক্রবার একটি টেলিভিশন ভাষণে গাজায় হামাস নেতা খলিল হায়্যা সিনওয়ারের শাহাদাতের খবর নিশ্চিত করেন।

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম