Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪২ এএম

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরও থেমে নেই ইসরাইলি বর্বরতা। বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ২১ জন নারী ছিলেন এবং ধ্বংসস্তূপ ও ভবনের নিচে  অনেকে আটকে পড়া কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ হতে পারে। বোমা বিস্ফোরণে ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত।  

শনিবার (১৯ অক্টােবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে আরো বলা হয়, জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী বোমাবর্ষণ করেছে।

এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

গত বছরের ৭  অক্টোবর দক্ষিণ ইসরাইলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস। এতে প্রায় ১২০০ ইসরাইলি মৃত্যু এবং একইসঙ্গে প্রায় ২৫০ জন জিম্মি করে নিয়ে আসে। পাল্টা জবাবে টানা ১ বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে। 

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম