ব্রিকস দেশগুলোর গণমাধ্যম প্রধানদের সঙ্গে বসবেন পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম
ব্রিকস দেশগুলোর প্রধান প্রধান গণমাধ্যম প্রধানদের সঙ্গে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস দেশগুলোর নেতৃস্থানীয় গণমাধ্যমের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন।
পুতিন বিদেশী সংবাদকর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন। গত জুনে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সাইডলাইনে তাস নিউজের আয়োজিত একটি ইভেন্টে তিনি শেষবার আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। বৈঠকে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপান এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) সদস্যদের মিডিয়া এক্সিকিউটিভরা উপস্থিত ছিলেন। সেখানে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন তাস নিউজের পরিচালক জেনারেল আন্দ্রে কনড্রশভ। কথোপকথন বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিমা নিষেধাজ্ঞা, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক এবং মার্কিন নীতির ওপর বিষয়ে বিশেষভাবে স্থান পাই।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ বলেছিলেন, পুতিন ১৮ অক্টোবর ব্রিকস বিজনেস ফোরামে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
শীর্ষ সম্মেলনে রাশিয়া ব্রিকসের ৯টি সদস্য দেশ এবং ব্লকে যোগদানে আগ্রহী আরও প্রায় ১৫টি দেশের নেতাদের স্বাগত জানাবে বলে আশা করছে। এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
গত সপ্তাহে সাংবাদিকদের জানান ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেছিলেন, ব্রিকস এমন একটি কাঠামো যেটিকে উপেক্ষা করা যায় না।