Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প নন প্রেসিডেন্ট হিসেবে চীনের পছন্দ কমলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম

ট্রাম্প নন প্রেসিডেন্ট হিসেবে চীনের পছন্দ কমলা

ছবি: সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটছে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের। বিভিন্ন দেশের সমর্থন আদায়েও কাজ চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। এবার মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসকে নিজেদের সমর্থন দিয়েছে চীন।

চীনের জাতীয় উপদেষ্টা সংস্থার একজন সিনিয়র সদস্য বৃহস্পতিবার বলেছেন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসকে পছন্দ করবে চীন। কারণ ট্রাম্প পূর্বে প্রেসিডেন্ট থাকাকালে দ্বিপাক্ষিক সম্পর্কের তীব্র অবনতি ঘটেছিল যা গুরুতর সংঘর্ষের দিকে পরিচালিত করেছিল।

এদিকে মার্কিন নির্বাচন ইস্যুতে জাতীয় উপদেষ্টা সংস্থা সিপিপিসিসি-এর স্থায়ী কমিটির সদস্য জিয়া কিংগুও বলেছেন, চীন সরকার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে মন্তব্য না করতে পছন্দ করে। কারণ তারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত হতে চায় না।

হ্যারিস এবং ট্রাম্পের বিষয়ে জিয়া কিংগুও বলেন, ‘ট্রাম্পের সাথে খারাপ অভিজ্ঞতার কারণে আমি হ্যারিসকে পছন্দ করব। আমরা সেই অভিজ্ঞতা আবার পেতে চাই না। চীনের দৃষ্টিকোণ থেকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি প্রেসিডেন্ট বাইডেনের অধীনে কাজ করেছেন, তিনি ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেন।’

এদিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল কো-অপারেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইনস্টিটিউটের পরিচালক জিয়া বলেছেন, ‘ট্রাম্প, প্রেসিডেন্ট  থাকাকালীন, বেশ আবেগপ্রবণ ছিলেন এবং চীন সম্পর্কে অনেক খারাপ তথ্য ছড়িয়েছিলেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের অধীনে, মার্কিন নীতি চীনের দিকে আরও স্থিতিশীল ও অনুমানযোগ্য। আমরা একে অপরের সাথে আবার জড়িত হচ্ছি। কর্মকর্তারা একে অপরের সাথে দেখা করছেন, সমস্যা নিয়ে কথা বলছেন।’

এছাড়াও কোভিড-১৯ ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য চীনকে দায়ী করেছিলেন ট্রাম্প। যা দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল। তাছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন চীনা রপ্তানির উপর শুল্ক আরোপ করেছিল। এখন নতুন করে তিনি নির্বাচিত হলে শুল্ক আরোপ ৬০ শতাংশ বাড়ানোর হুমকি দিয়েছেন। যা বেইজিংকে উদ্বিগ্ন করছে কারণ এটি চীনের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।


তথ্যসূত্র: এনডিটিভি।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম