লেবাননে ইসরাইলি বিমান হামলায় মেয়রসহ নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম
দক্ষিণ লেবাননের একটি পৌরসভা ভবনে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মেয়রও রয়েছেন। হামলায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দেশটির নাবাতিয়েহে অঞ্চলে এ হামলা চালানো হয়।
লেবাননের সরকারি জাতীয় নিউজ এজেন্সি (এনএনএ) বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
লেবানিজ কর্মকর্তারা এ হামলার তীব্র নিন্দা করেছেন এবং বলছেন, এটি প্রমাণ করে যে ইসরাইলের সাম্প্রতিক অভিযান এখন লেবাননকে লক্ষ্যবস্তু করার দিকে পরিবর্তিত হয়েছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, এ ধরনের কার্যকলাপ লেবাননের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং জাতীয় নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরাইলি অভিযানে বাস্তুচ্যুত লোকদের সাহায্য করার জন্য শহরের পরিষেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মিউনিসিপ্যাল কাউন্সিলের একটি সভা চলছিল। সেই সভাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী।
লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইল সফরকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হিজবুল্লাহর ওপর আক্রমণ বন্ধ করবে না ইসরাইল। এক বিবৃতিতে তিনি আরও বলেন, হিজবুল্লাহ খুবই সংকটে রয়েছে। আমি গাজায় একদিন বলেছিলাম আমরা কেবল আগুনের মধ্যেই আলোচনা করব। এখানে একই কথা বলছি।