Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কির আলোচিত ‘ভিক্টোরি প্ল্যান’ এ যা আছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

জেলেনস্কির আলোচিত ‘ভিক্টোরি প্ল্যান’ এ যা আছে

ভলোদিমির জেলেনস্কি

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সার্বভৌমত্ব ধরে রাখতে পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনও সর্বশক্তি নিয়ে প্রতিরোধের চেষ্টা করে। আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তাতে আরেকটা ’ফরেভার ওয়ার’-এর আভাস পাওয়া যাচ্ছে।

তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী বছর নাগাদ যুদ্ধ শেষ করার জন্য একটি বিশদ পরিকল্পনা করেছেন, যার নাম দিয়েছেন ‘ভিক্টোরি প্ল্যান’। এই পরিকল্পনার মাধ্যমে আগামী বছরের মধ্যে যুদ্ধ শেষ করে দীর্ঘমেয়াদে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে চান তিনি।

সম্প্রতি ইউক্রেনের সংসদ ভেরখোভনা রাদা’তে ‘ভিক্টোরি প্ল্যান’ তুলে ধরে জেলেনস্কি বলেছেন, ‘আমরা মনে করি, ন্যাটোর সদস্যপদ পাওয়া ভবিষ্যতের বিষয়, বর্তমানের নয়। তবে আমাদের অবশ্যই পুতিনকে বুঝিয়ে দিতে হবে যে, তার ভূরাজনৈতিক হিসাব-নিকাশে ভুল রয়েছে।’

ভিক্টোরি প্ল্যানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো হচ্ছে-প্রতিরক্ষা, অ-পারমাণবিক প্রতিরোধ, অর্থনীতি এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা।

এসময় ইউক্রেনের খনিজ সম্পদ রক্ষার দিকে বিশেষ গুরুত্বারোপ করে জেলেনস্কি বলেন, ‘ইউরেনিয়াম, লিথিয়াম, টাইটানিয়াম, গ্রাফাইট এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অন্য খনিজ সম্পদগুলো হয় রাশিয়া এবং তার মিত্রদের কাজে লাগবে নয়ত ইউক্রেন এবং গণতান্ত্রিক বিশ্বের কাজে লাগবে।’

ভিক্টোরি প্ল্যানে তিনটি গোপন সংযুক্তি রয়েছে যোগ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যদি এখন এই ভিক্টোরি প্ল্যান নিয়ে কাজ শুরু করি, তাহলে আগামী বছরের মধ্যে হয়ত আমরা যুদ্ধ শেষ করতে পারব।’

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম