তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটে মালটিয়া রাজ্যে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালটিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বের কালে জেলায়।
এএফএডি আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমাদের দল সতর্ক আছে এবং ফিল্ড স্ক্যানিং অপারেশন চলছে।
এছাড়া সিরিয়ার হাসকাহ, দেইর আল-জোর এবং আলেপ্পো প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।
এদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি ছিল।