ইরান ইস্যুতে নেতানিয়াহু
‘যুক্তরাষ্ট্রের কথা শুনব, তবে সিদ্ধান্ত নেবে ইসরাইল ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩২ এএম
ইরান ইস্যুতে নেতানিয়াহু
ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি কোনো অভিমত বা পরামর্শ দেয়, তাহলে তা শুনলেও এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরাইল নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার এক বিবৃতিতে ইরান ইস্যুতে ইসরাইলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
নেতানিয়াহু বলেন, আমরা ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত শুনব, তবে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইসরাাইলের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননে ইসরাইলি সেনাদের অভিযানের মূল উদ্দেশ্য সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করা। এই গোষ্ঠীটির সদর দপ্তর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা দক্ষিণ লেবাননের অবস্থিত। আবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তের অপর পাশে ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্ত।
সূত্র: এএফপি