Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় হাসপাতালে রোগী পুড়িয়ে মারল ইসরাইল, যা বলল হোয়াইট হাউস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৩৩ এএম

গাজায় হাসপাতালে রোগী পুড়িয়ে মারল ইসরাইল, যা বলল হোয়াইট হাউস

গাজায় ইসরাইলি বিমান হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবন্ত পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ভিডিও এবং ছবিগুলো ‘ভয়ঙ্কর এবং গভীর বিরক্তিকর’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। 

সামাজিকমাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসরাইলি নিষ্ঠুরতার তীব্র সমালোচনা হচ্ছে।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা আনাদোলুকে জানিয়েছে, ‘হোয়াইট হাউস গ্রাফিক ইমেজ দেখার পর ইসরাইল সরকারের কাছে আমাদের উদ্বেগ পরিষ্কার করেছে’।

মুখপাত্র আরো বলেন, ‘বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইসরাইলের আরও কিছু করার দায়িত্ব রয়েছে- এবং এখানে যা ঘটেছে তা ভয়ঙ্কর।  এমনকি হামাস বেসামরিকদের মানবঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টায় করছে’।

এর আগে রাতে ইসরাইলের যুদ্ধবিমান মধ্য গাজানের দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে হামলা করে।  এতে চারজন নিহত এবং ৪০ জন আহত হয়।  ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুমিয়ে থাকার সময় কয়েক ডজন তাঁবু পুড়িয়ে দেয়।

মেডিক্যাল টিম বলছে, ক্ষতিগ্রস্থরা গুরুতরভাবে দগ্ধ হয়েছে, কিছু মৃতদেহ চেনার বাইরে পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, আহতদের অধিকাংশ শরীরের দুই বা তিনভাগ পুড়ে গেছে।  তাঁবুতে ব্যবহৃত দাহ্য নাইলন ও কাপড় সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা।

গাজার সিভিল ডিফেন্সের মতে, ইসরাইলের এই আগ্রাসন দেখিয়ে দিল যে, গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম