Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি নৌ-ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

ইসরাইলি নৌ-ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার সকালেও ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনার ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে দখলকৃত ফিলিস্তিনের স্টেলা মারিস নৌ-ঘাঁটিও।

আল-মায়াদিন টিভি নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এই হামলাগুলো গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবানন ও তার জনগণকে রক্ষার জন্য পরিচালিত হয়েছে। সেই সঙ্গে এই হামলাকে দক্ষিণ লেবাননের গ্রাম ও বেসামরিক লোকদের ওপর চালানো ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবেও আখ্যায়িত করা হয়।

হিজবুল্লাহ এদিন সকাল সাড়ে ৭টায় শেবা ফার্মে অবস্থিত ইসরাইলি জিবদিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যা সরাসরি ঘাঁটিতে আঘাত হানে বলে জানা গেছে।

অপর একটি বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে যে, সকাল সাড়ে ৯টায় ইসরাইলের উত্তর-পশ্চিম হাইফা শহরের স্টেলা মারিস নৌ-ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যা ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। 

হিজবুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে, লেবানন ও তার জনগণকে রক্ষা করতে এবং শত্রুর বিরুদ্ধে তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা সকাল পৌনে ১১টায় দক্ষিণ লেবাননের মারুন আল-রাস গ্রামে ইসরাইলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। 

এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১টায় হিজবুল্লাহ আল-লাব্বুন্নেহ এলাকায় ইসরাইলি সেনা সমাবেশের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই এলাকায় আরও একটি হামলা রাত ১২টা ০২ মিনিটে পরিচালিত হয়।

হিজবুল্লাহ যোদ্ধারা রাত সোয়া ৩টায় ইসরাইলি পদাতিক বাহিনীর একটি গ্রুপের ওপর রকেট হামলা চালায়। যারা লেবাননের মাক্বাবা গ্রামের দিকে প্রবেশের চেষ্টা করছিল।

এর আগে, রোববার ইসরাইলি বাহিনীর ওপর একাধিক অভিযান চালায় হিজবুল্লাহ। যাতে বহু ইসরাইলি সেনা নিহত ও আহত হয়। 

সবচেয়ে উল্লেখযোগ্য হামলায় হিজবুল্লাহর ড্রোন হাইফার দক্ষিণে বিনইয়ামিনা-গিভ’আত আডা শহরের গোলানি ব্রিগেডের সামরিক ক্যাম্পে আঘাত হানে। 

ইসরায়েলি সূত্র জানায়, সেই হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত এবং ১১০ জন আহত হয়। সূত্র: ইরনা

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম