Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরানের সঙ্গে দেখা করার প্রস্তাব প্রত্যাখ্যান, যা বলল পিটিআই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

ইমরানের সঙ্গে দেখা করার প্রস্তাব প্রত্যাখ্যান, যা বলল পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের ১৫ অক্টোবরের পরিকল্পিত প্রতিবাদ সমাবেশ বাতিল করার ক্ষেত্রে শর্ত দিয়েছে। তবে শাসক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। 

এর আগে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম সংবাদমাধ্যমকে বলেছিলেন, যদি দলের নেতাদের এবং পরিবারের সদস্যদের কারাবন্দি নেতা ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়, তাহলে পূর্ব নির্ধারিত সমাবেশ বাতিল করা হবে।

এই শর্তটি এমন সময়ে এসেছে, যখন ১৫ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সঙ্গে পিটিআইয়ের সমাবেশের সময় মিলে গেছে। 

এ নিয়ে পাকিস্তান সরকার এবং তার মিত্ররা- যার মধ্যে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অন্তর্ভুক্ত, পিটিআইকে তাদের সমাবেশের তারিখ পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে ওয়াকাস আকরাম এক টেলিভিশন সাক্ষাৎকারে সরকারের উদ্দেশ্যে বলেছেন, আপনি যদি এসসিও সম্মেলন নিয়ে চিন্তিত হন, তবে ইমরান খানের সঙ্গে একটি বৈঠকের অনুমতি দিন। তার বোন এবং চিকিৎসকরা যদি তাকে দেখে সবকিছু ঠিকঠাক আছে বলে জানান, তাহলে প্রতিবাদ সমাবেশ করা হবে না। 

তিনি এবং দলটির নেতাকর্মীরা তাদের প্রধান নেতা ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন যে, কর্তৃপক্ষ তাদের ‘বিচ্ছিন্ন’ করে রেখেছে এবং কোনো ধরণের সাক্ষাৎ ও বৈঠকের অনুমতি দিচ্ছে না।

এদিকে কিছু রিপোর্টে বলা হয়েছে যে, সিনিয়র পিটিআই সদস্যরা সমাবেশের বিরুদ্ধে ছিলেন। অন্যদিকে হাম্মাদ আজহারসহ কিছু নেতা সমাবেশের পক্ষে ছিলেন। 

তবে ওয়াকাস আকরাম জানিয়েছেন, পিটিআই নেতা-কর্মীদের মধ্যে ১৫ অক্টোবরের সমাবেশ নিয়ে কোনো মতবিরোধ নেই। 

এর আগে পিটিআই শাহবাজ সরকারকে একটি চিঠি দিয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে একটি বৈঠক করার অনুমতির অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান এবং হামিদ রাজার বৈঠকের অনুমতি দেওয়া উচিত। 

উল্লেখ্য যে, তাদের সবশেষ বৈঠকটি হয়েছিল গত ৩ অক্টোবর।

তবে পিটিআইয়ের এ দাবি প্রত্যাখ্যান করে পিএমএল-এন নেতা তালাল চৌধুরী বলেছেন, ইমরান খান ইতোমধ্যেই কারাগারে বিশেষ সুবিধা পাচ্ছেন এবং নিয়মিত বৈঠকের সুযোগ পাচ্ছেন। 

তিনি অভিযোগ করে বলেন, পিটিআই এসসিও সম্মেলনকে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটি অজুহাত হিসাবে ব্যবহার করছে। তিনি বলেন, এসসিও সম্মেলনটি পাকিস্তানের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ।

তালাল চৌধুরী পিটিআইয়ের সমাবেশের হুমকির বিষয়ে সমালোচনা করে বলেছেন, এটি মূলত ‘রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা’। তিনি পিটিআইয়ের প্রতিবাদের সাহস সম্পর্কে সংশয় প্রকাশ করে বলেছেন, ‘তারা হয়তো প্রতিবাদ করার কথা ভাবতে পারে, কিন্তু বাস্তবে সেটা করার সাহস নেই’।

এ সময় তিনি এসসিও সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রায় ২০০টি প্রতিনিধি দল পাকিস্তানে আসছে। যা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি রাজনৈতিক নাটক দিয়ে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। সূত্র: জিও নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম