Logo
Logo
×

আন্তর্জাতিক

টোরেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ পিএম

টোরেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ডেজারঝিনস্ক (ইউক্রেনীয় নাম টোরেৎস্ক) শহর থেকে তাদের ইউনিটগুলো প্রত্যাহার শুরু করেছে। 

রোববার রাশিয়ার সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস।

সূত্রটি জানায়, ডেজারঝিনস্কে (টোরেৎস্ক) শত্রুপক্ষের অবস্থা অত্যন্ত শোচনীয়। তারা আবারও পালাতে বাধ্য হচ্ছে। বর্তমানে শহর থেকে তাদের কিছু ইউনিট আংশিকভাবে প্রত্যাহার করা হচ্ছে।

সূত্রটি আরও জানায় যে, ইউক্রেনীয় সামরিক বাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে সেনা প্রত্যাহারের পরিচিত পদ্ধতি অনুসরণ করছে।

মূলত রুশ বাহিনীর আক্রমণে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ডেজারঝিনস্কের পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে। যার ফলে সেখান থেকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম