Logo
Logo
×

আন্তর্জাতিক

জনবসতি এলাকায় হামলার আগে ইসরাইলের সতর্কতা ‘প্রতারণামূলক’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম

জনবসতি এলাকায় হামলার আগে ইসরাইলের সতর্কতা ‘প্রতারণামূলক’

ইসরাইলি বাহিনী দাবি করে আসছে, লেবাননে জনবসতিপূর্ণ এলাকায় অভিযান পরিচালনার আগে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায় তারা। তবে এটিকে ‘অকার্যকর এবং প্রতারণমূলক’ বলে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল মায়িদিন।

বৈরুতের দক্ষিণ শহরতলিতে গত কয়েক সপ্তাহ ধরে বড়সড় অভিযান চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। অভিযোগ উঠেছে, ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে লেবাননের নিরীহ জনগণ।

অ্যামনেস্টি তাদের সাম্প্রতিক বিবৃতিতে বলেছে, উচ্ছেদ সতর্কতা তখনই বিবেচনা করা যেতে পারে যখন বাসিন্দাদের তাদের বাড়ি এবং এলাকা ছেড়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়। আর ইসরাইলি বাহিনী বারবার সতর্কতা জারি করে ‘স্বল্প নোটিশে, মধ্যরাতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যখন অনেক মানুষ ঘুমিয়ে থাকবে।’

অ্যামনেস্টি এমন একটি উদাহরণ দিয়ে বলেছে, বৈরুতে বোমাবর্ষণ শুরু হওয়ার আগে ৩০ মিনিটেরও কম সময় দেওয়া হয়েছিল।

অ্যামনেস্টি আরও বলেছে, ইসরাইল আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত বেসামরিক নাগরিকদের সাথে এমন অনায্য আচরণ করতে পারে না। যারা অক্ষমতাসহ অসংখ্য কারণে তাদের বাড়ি ছেড়ে যেতে পারেনি।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে সর্বদা আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে, যেখানে তারা যেখানেই থাকুক না কেন বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন করতে হবে। 

এদিকে গত বৃহস্পতিবার বৈরুতের কেন্দ্রস্থলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ছোট দোকানগুলোর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় ২২ জন নিহত হয়।

লেবাননের নিরাপত্তাসূত্র বলছে, ইসরাইল এর আগে ওই এলাকায় আক্রমণ করেনি।  এমনকি বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কোনো সতর্কতাও জারি করেনি।  বলা হচ্ছে, চলমান ইসরাইলি অভিযানে এটি মধ্য বৈরুতে সবচেয়ে মারাত্মক হামলা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম