‘শত্রুকে সহায়তার’ অভিযোগে ইসরাইলে মার্কিন সাংবাদিক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০:৪৫ এএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় নেভাটিম বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর সংগ্রহ করার জন্য জেরেমি লোফ্রেডো নামে একজন ২৮ বছর বয়সি মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তেহরানের এই হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরাইলি বিভিন্ন সামরিক ঘাঁটি। ইসরাইলের এমনই একটি ঘাঁটি হলো নেভাটিম বিমানঘাঁটি।
পরে ইসরাইলের সামরিক বাহিনীর দাবি করে, ইরানের হামলায় এই বিমানঘাঁটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেটা খুব ভয়াবহ নয়। বিমানঘাঁটি অচলও হয়নি। তবে ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, নেভাটিম বিমানঘাঁটিতে ইরানের ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বিমানঘাঁটিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে।
বৃহস্পতিবার ইসরাইলি সংবাদ সাইট ইয়েনেট জানিয়েছে, লোফ্রেডোর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ‘যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা করা’ এবং ‘শত্রুকে তথ্য সরবরাহ করা’।
লোফ্রেডো, মার্কিন সংবাদমাধ্যমে দ্য গ্রেজোনে কাজ করেন, ইসরাইলি কর্তৃপক্ষ যে পাঁচজন সাংবাদিককে আটক করেছে তাদের মধ্যে তিনি একজন।
আন্দ্রে এক্স নামে একজন রাশিয়ান সাংবাদিক বুধবার এক্স-এ পোস্ট করেছেন, ‘আজ আমাকে মারধর করা হয়, অপহরণ করা হয়, চোখ বেঁধে (ইসরাইলি সেনাবাহিনী) একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যায়, একত্রে আরো ৪ জন সাংবাদিকের সাথে’।
তিনি আরো লিখেন, ‘আমাদের দুজনকে ১১ ঘন্টার জন্য কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছিল, আমার ফোন আটকে করা হয়, এবং আমাদের মধ্যে একজন এখনও হেফাজতে রয়েছে।’