Logo
Logo
×

আন্তর্জাতিক

আকাশেই পাইলটের মৃত্যু, জরুরি অবতরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম

আকাশেই পাইলটের মৃত্যু, জরুরি অবতরণ

মাঝ আকাশেই পাইলটের মৃত্যু হয়। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবতরণ করে তুরস্কগামী বিমানটি। 

মঙ্গলবার টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩৫০ বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রবন্দর সিয়াটেল থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল।

এয়ারলাইন্সের মুখপাত্র ইয়াহিয়া উসতুন জানিয়েছেন, বিমানটি আকাশে ওঠার কিছু সময় পর চালক ইলচেহিন পেহলিভান মারা যান। যে কারণে জরুরি অবতরণ করে বিমানটি।

জানা যায়, বিমান চালানোর সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান পাইলট। বিমানে তার জরুরি চিকিৎসা করা হয়; কিন্তু তা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি চালককে। ফলে বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করে।

মুখপাত্র জানান, ‘আমাদের ফ্লাইট নিউইয়র্কে জরুরি অবতরণ করে। যাত্রীদের অন্য বিমানে করে পৌঁছে দেওয়া হয়।’

জানা গেছে, ৫৯ বছর বয়সি পাইলট ২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইন্সে কাজ করেছিলেন। গত মার্চ মাসে বেসামরিক বিমান চলাচলের জেনারেল ডিরেক্টরেট অনুমোদিত এভিয়েশন মেডিকেল সেন্টারে একটি রুটিন মেডিকেল পরীক্ষা করেছেন। তাতে তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন।

রিপোর্টে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ধরা পড়েনি। মুখপাত্র পাইলটের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, ‘টার্কিশ এয়ারলাইন্স পরিবার হিসেবে আমরা আমাদের পাইলটের প্রতি সৃষ্টিকর্তার করুণা এবং তার সব সহকর্মী এবং প্রিয়জনদের, বিশেষ করে তার শোকাহত পরিবারের জন্য ধৈর্য কামনা করি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম