গোলান মালভূমিতে হিজবুল্লাহর গোয়েন্দা সদস্যকে হত্যা করেছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০২:৫১ পিএম
সিরিয়ায় বিমান হামলা চালিয়ে অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর এক গুরুত্বপূর্ণ সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি, হিজবুল্লাহর ওই সদস্য ইসরাইলের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিল।
সিরিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বুধবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা সিরিয়ার কুনেইত্রা এলাকায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর ‘গোলান সন্ত্রাসী নেটওয়ার্ক’ এর সদস্য আদম জাহৌতকে নির্মূল করেছে।
আইডিএফ আরো জানিয়েছে, জাহৌত সিরিয়ার সরকারি উৎসগুলো থেকে তথ্য নিয়ে সেগুলো লেবাননে হিজবুল্লাহর কাছে পাঠাতো আর গোলান মালভূমিতে ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সংগ্রহ করা তথ্য সিরিয়ার সীমান্ত এলাকায় পাঠাতো।
গত জুলাইয়ে ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দ্রুজ ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ মাজদাল শামস শহরে রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এ ঘটনায় পর থেকে মূলত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। যা এখন পুরোদমে যুদ্ধে রুপ নিয়েছে।
সিরিয়ায় ইরানপন্থি সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে বছরের পর বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল। দেশটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর সিরিয়ায় তাদের অভিযানের সংখ্যা আরও বেড়েছে। হামাসের ওই হামলা মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের সামরিক অভিযানকে আরো তরাণ্বিত করেছে।
১৯৬৭ সালের ছয় দিনের আরব–ইসরাইল যুদ্ধে ‘গোলান মালভূমি’ দখল করে নেয় ইসরাইল। জায়গাটি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।