Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের কাছে গোপনে যে যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৩ এএম

পুতিনের কাছে গোপনে যে যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘সুসম্পর্ক’ রয়েছে, বিভিন্ন সময় এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে জয়ী হলে এই সম্পর্ক দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।

এবার জানা গেছে, আসলেই পুতিনের সঙ্গে বিশেষ সখ্যতা ছিল ট্রাম্পের। দুদেশের মধ্যকার বিতর্ক, একে অপরকে হুমকির মধ্যেও সেটা বহাল ছিল।  

যার প্রমাণ পাওয়া গেছে, ট্রাম্পের সাবেক সহযোগী বব উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এ।  যেখানে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের মরণ ছোবলে আমেরিকা যখন হিমশিম খাচ্ছিল। সেই কঠিন সময়েও পুতিনের কাছে গোপনে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প।

সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির সময় পুতিনের কাছে গোপনে কোভিড-১৯ শনাক্তকরণের নতুন যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প।  পুতিন এই যন্ত্র পাঠানোর বিষয়টি গোপন রাখতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন।  এমনকি তার মেয়াদ শেষ হওয়ার পরেও পুতিনের সঙ্গে যোগাযোগ রাখতেন ট্রাম্প। 

উডওয়ার্ড লিখেছেন, হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে পুতিনের সঙ্গে  ‘সম্ভবত সাতবার ফোনে কথা হয়েছে ট্রাম্পের।’

পুতিন ট্রাম্পকে বলেছিলেন,‘অনুগ্রহ করে কাউকে বলবেন না যে আপনি এগুলো আমাকে পাঠিয়েছেন।’

জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘আমি কাউকে পাত্তা দেই না।’

প্রতি উত্তরে পুতিন বলেছিলেন, ‘না, না। আমি কাউকে এ কারণে বলতে মানা করছি যে, লোকজন আপনার ওপর ক্ষেপবে, আমার ওপর নয়। তারা আমাকে পাত্তা দেয় না।’

সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আসন্ন ১৫ অক্টোবর বইটি প্রকাশ পাবে।

এদিকে এই বইয়ে যা দাবি করা হয়েছে তা প্রত্যাখান করেছে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবির। রিপাবলিকান প্রার্থীর নির্বাচনি ক্যাম্পেইনের জনসংযোগ পরিচালক স্টিভেন চেউং বলেছেন, ‘বব উডওয়ার্ডের বানানো গল্পগুলোর কোনোটিই সত্য নয়’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম