শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই মেক্সিকোর মেয়রকে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর চিলপানচিনগোর মেয়র আলেহান্দ্রো আরকোসকে শপথ নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হত্যা করা হলো। খবর রয়টার্সের
সোমবার এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন গেরেরো রাজ্যের গভর্নর এভেলিন সালগাদো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, চিলপানচিনগোর মেয়র আলেহান্দ্রো আরকোসের হত্যাকাণ্ড ‘আমাদেরকে ক্রোধান্বিত করেছে’। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি জানাননি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরকোসের শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
চলতি বছর জুনে বিরোধী দলগুলোর জোটের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আরকোস। গত ১ অক্টোবর তিনি শপথ গ্রহণ করেছিলেন।
জোটের অন্যতম শরীক ইনস্টিটিউশনাল রেভোলুশনারি পার্টি (পিআরআই) এ হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।