Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লিতে বিজেপির হয়ে ভোটে নামবেন কেজরিওয়াল!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪০ পিএম

দিল্লিতে বিজেপির হয়ে ভোটে নামবেন কেজরিওয়াল!

আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচন৷ তার আগে থেকে পক্ষে-বিপক্ষে কথার যুদ্ধ জড়িয়ে পড়েছেন ক্ষমতাসীন বিজেপি এবং দিল্লির শাসক দল আম আদমি পার্টি। এবার বিনামূল্যে বিদ্যুৎ সেবা দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন দিল্লির সাাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ 

তিন সপ্তাহ আগে জেল থেকে জামিনে মুক্ত কেজরিওয়াল বলেছেন, যদি বিজেপি শাসিত ২২টি রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দেন, তাহলে আগামী নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবেন তিনি৷ এই দাবি পূরণ করলেই তিনি গেরুয়া শিবিরের হয়ে ভোটে প্রচার করবেন।

রোববার দিল্লিতে ‘জনতা কি আদালত’ নামে একটি জনসভার আয়োজন করেছিল আম আদমি পার্টি। সেখানেই এই মন্তব্য করেন দলটির প্রধান।হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিজেপির হার নিয়েও খোঁচা দেন তিনি। 

কেজরিওয়াল বলেন, ‘আমি ফেব্রুয়ারীতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ২২টি বিজেপি-শাসিত রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করছি। যদি তিনি তা করেন, তবে আমি বিজেপির পক্ষে প্রচার করব। বুথ ফেরত সমীক্ষাগুলো বলছে, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে শীঘ্রই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারগুলো ভেঙে পড়বে’। 

বক্তৃতা দেওয়ার সময় কেজরিওয়াল ৬টি মিষ্টির একটি বাক্স তুলে ধরেন৷ তিনি জানান, প্রতিটি মিষ্টি একটি করে বিনামূল্যে পরিষেবার প্রতীক৷ আম আদমি সরকার ক্ষমতায় এলে এই ৬টি পরিষেবা পাবে সাধারণ মানুষ।  বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে জল এবং বাসে নারীদের যাতায়াতের ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি প্রবীণদের তীর্থযাত্রার খরচও দেবে। একইসঙ্গে সঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষার ভারও বহন করে তার সরকার ৷

কেজরিওয়াল বলেন, ‘আপনারা যখন বাড়ি ফিরবেন, এই প্যাকেটটা দিয়ে পুজো করবেন। বাকিদের সঙ্গে প্রসাদ ভাগ করে নেবেন৷’ সমর্থকদের উদ্দেশে কেজরিওয়াল আরো বলেন,  ‘আপনারা যদি ভুল করেও বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের এই ৬টি সুবিধা অদৃশ্য হয়ে যাবে’ ৷

কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি দিল্লিতে সরকার গড়লে এই সব পরিষেবা বেসরকারী সংস্থার হাতে তুলে দেবে। সব কিছুর বেসরকারিকরণ হয়ে যাবে ৷

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম