ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় অঞ্চলে ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজন সাউথ গারো হিলস ও তিনজন ওয়েস্ট গারো হিলস জেলার বাসিন্দা ছিলেন।
বন্যায় এ দুটি জেলাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাঙমা বলেছেন, বন্যাকবলিত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে এবং ত্রাণ কার্যক্রম শুরু করতে ৫ জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে কোনো ব্যাপারে সহযোগিতার প্রয়োজন হলে অনতিবিলম্বে রাজ্য সরকারকে জানাতে বলা হয়েছে।