
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম
লেবাননে একদিনে হিজবুল্লাহর ১৫০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম

লেবাননে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। খবর সিএনএনের
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন অবকাঠামোসহ হিজবুল্লাহর ১৫০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
এ হামলার পর ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় ২৫টি রকেট ও একাধিক ড্রোন নিক্ষেপ করেছে। যার বেশিরভাগই উত্তর ইসরাইলের পাহাড়ী এলাকা পশ্চিম গ্যালিলে ভূপাতিত করা হয়েছে।
গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে উভয় পক্ষের গুলিবিনিময় চলছে। গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে হামাসের সমর্থনে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গত কয়েক সপ্তাহে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় দু’পক্ষের উত্তেজনা অনেক বেড়েছে।