Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:১৩ পিএম

ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে বন্দুকযুদ্ধে ৩৬ জন মাওবাদী সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যটির নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানের সময় বন্দুকযুদ্ধ শুরু হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে যায়। 

বৃহস্পতিবার দুপুরে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) মাওবাদী বিরোধী অভিযান শুরু করে সেখানে। নেন্দুর-থুলথুলিতে গোলাগুলি শুরু হয়। এতে মাওবাদী সদস্যরা নিহত হয়।

অন্য মাওবাদী সদস্যরা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তাদের বিরুদ্ধেও অভিযান চলছে। অভিযানে বেশ কয়েকটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। -এনডিটিভি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম