ইসরাইলের ৩ স্থাপনায় ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পিএম
ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী (ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক) ইসরাইলে ড্রোন হামলার মাধ্যমে তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
আল-জাজিরার সূত্র ধরে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থানে আঘাত হেনেছে। তিনটি ভিন্ন সময়ে এই হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে।
ইরাকি প্রতিরোধ বাহিনী এর আগে অধিকৃত দক্ষিণ অঞ্চলের একটি স্থানে প্রথমবারের মতো উন্নত ড্রোন ব্যবহার করে হামলা চালানোর কথা জানিয়েছিল।
ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ বন্ধ না করলে তাদের অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছিল। এ হামলাগুলো সেই হুঁশিয়ারিরই অংশ বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে আরও অস্থিরতা সৃষ্টি করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: মেহের নিউজ এজেন্সি