Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:২১ পিএম

ইসরাইলে পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডার

ইসরাইল যদি ইরানে প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরাইলের এনার্জি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে ইরান। শুক্রবার এক বার্তায় এমনটাই জানালেন ইরানের এক কমান্ডার।

ইসলামী বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেন, ইরান যদি হামলার শিকার হয়, তাহলে তারা ইসরাইলের শক্তি এবং গ্যাস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে। 

শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা এনএনএন-এ প্রকাশিত তথ্য অনুযায়ী ফাদাভি বলেছেন, দখলদাররা যদি এমন ভুল করে, তাহলে আমরা তাদের সমস্ত শক্তির উৎস, স্থাপনা এবং সমস্ত রিফাইনারি ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করব।

তার এই বক্তব্য ইরানের পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। যা ইসরাইলি হামলার ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে বলে নির্দেশ করে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম