Logo
Logo
×

আন্তর্জাতিক

বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কী করলেন নেতানিয়াহু?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম

বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কী করলেন নেতানিয়াহু?

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরে সতর্ক সাইরেন বাজানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।   

ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, সেজারিয়ায় নেতানিয়াহুর আবাসস্থল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নেতানিয়াহু তার বাসভবনেই ছিলেন এবং নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন।

অপারেশন আল আকসা স্টর্ম শুরু হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবাসস্থল সেজারিয়ায় এটিই প্রথমবারের মতো অ্যালার্ম সাইরেন বাজানো হয়েছে। 

এদিকে, উত্তর ইসরাইলে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যার ফলে সেখানে সতর্ক সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। 

টাইম অব ইসরাইল বলছে, নতুন এই সতর্ক সাইরেন লেবননের পক্ষ থেকে নতুন রকেট হামলার ইঙ্গিত দেয়।

হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম