Logo
Logo
×

আন্তর্জাতিক

‘বিকল্প নোবেল পুরস্কার’ বিজয়ী ফিলিস্তিনি এক সংস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

‘বিকল্প নোবেল পুরস্কার’ বিজয়ী ফিলিস্তিনি এক সংস্থা

‘বিকল্প নোবেল পুরস্কার’ জিতে নিয়েছে ফিলিস্তিনি সংস্থা ইউথ অ্যাগেইন্সট সেটেলমেন্টস। বৃহস্পতিবার ইসরাইলের দখল করা পশ্চিম তীরের অ্যাক্টিভিস্ট ইসা আমরো প্রতিষ্ঠিত সংস্থা ‘ইউথ অ্যাগেইনস্ট সেটেলমেন্টস’-এর কাজের জন্য এই পুরষ্কার পান৷

ইসরাইলের অবৈধ দখলের বিরুদ্ধে দৃঢ় অহিংস প্রতিরোধ গড়ে ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এ পুরস্কার পান। 

সুইডেনের রাইট লাইভলিহুড ফাউন্ডেশন জানায়, ৪৪ বছর বয়সি আমরোকে বহুবার ইসরাইলি কর্তৃপক্ষ আটক করে অত্যাচার করেছে৷পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হাতে রাখা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেও অত্যাচার সইতে হয়েছে ইসা আমরোকে৷

আমরো বলেন, আমি যে এখনো বেঁচে আছি, সেটাই মিরাকেল!

ফিলিপাইন্স, মোজাম্বিক ও ব্রিটেনের তিনটি সংস্থাও পেয়েছে ‘অল্টারনেটিভ নোবেল’৷

১৯৮০ সালে সুইডিশ-জার্মান সমাজসেবী ইয়াকব ফন উয়েক্সকুল রাইট লাইভলিহুড পুরস্কার চালু করেন৷ ‘বিকল্প নোবেল পুরস্কার’ নামে পরিচিত এই পুরস্কারটি সেই সব মানুষকে সম্মানিত করে, যাদের কাজ মূল নোবেল পুরস্কারের মঞ্চে উপেক্ষিত থেকে যায়৷

এখন পর্যন্ত ৭৭টি দেশের ১৯৮জন এই পুরস্কার জিতেছে৷

আমরোর জন্ম হেবরনে, যেখানে বর্তমানে দুই লাখ ফিলিস্তিনি মানুষের সঙ্গে বাস করেন প্রায় এক হাজার ইসরাইলি দখলদার৷

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরের দখল রয়েছে ইসরাইলের হাতে, যা আন্তার্জাতিক আইন অনুযায়ী এবং জাতিসংঘের চোখেও অবৈধ৷

রাইট লাইভলিহুড ফাউন্ডেশন জানায়, এবারের পুরস্কার দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের, যাদের প্রত্যেকে তাদের সমাজ ও বিশ্ব মঞ্চে গভীর প্রভাব ফেলতে পেরেছেন৷

আমরো ছাড়াও এ বছর এই পুরস্কার জেতেন আদিবাসী অ্যাক্টিভিস্ট ফিলিপাইন্সের জোন কার্লিং, মোজাম্বিকের পরিবেশকর্মী আনাবেলা লেমোস ও ব্রিটিশ গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার৷ সূত্র: এএফপি, এপি, ডিপিএ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম