পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:১৬ এএম
পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৮
পশ্চিম তীরের তুলকারেম শরণার্থীশিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলায় চালানো হয়। এই হামলায় হামাসের এক নেতা নিহত হওয়ার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর এএফপির।
ফিলিস্তিনের নিরাপত্তা সংস্থা বলেছে, ২০০০ সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শরণার্থীশিবিরে দখলদারদের হামলায় ১৮ জন শহিদ হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের উত্তরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। পরে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ওই হামলায় হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল রাজ্জাক কুফি নিহত হয়েছেন। পশ্চিম তীরে একাধিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে কুফির বিরুদ্ধে। তিনি আরও হামলার পরিকল্পনা করেছিলেন বলেও ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ করেছে।
হামাস এ হামলার নিন্দা জানিয়েছে। শরণার্থীশিবিরের কর্মকর্তা ফয়সাল সালামা এএফপিকে বলেন, এফ-১৬ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে। ওই এলাকায় থাকা এক সমাজকর্মী আলা সরোজি বলেন, চারতলা একটি ভবনের ক্যাফেটরিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে। হাসপাতালে অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় ৭০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ২৪ ইসরাইলি নিহত হয়েছেন।