Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইসরাইলের আয়রন ডোম কাচের চেয়েও ভঙ্গুর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম

‘ইসরাইলের আয়রন ডোম কাচের চেয়েও ভঙ্গুর’

ইসরাইলের তথাকথিত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কাচের চেয়েও ভঙ্গুর বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর তাসনিম নিউজের

তিনি আরও বলেন, গত ১ অক্টোবর ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে ইহুদিবাদীদের আয়রন ডোম কতটা ভঙ্গুর!

বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনে পেজেশকিয়ান ইসরাইলি সরকারের বিরুদ্ধে সফল ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করেন।

পেজেশকিয়ান বলেন, মঙ্গলবার রাতের অভিযান ইরানের জন্য গৌরবের একটি বড় উৎস। এতে আবার প্রমাণিত হয়েছে, ইসরাইলি শাসকদের লোহার গম্বুজ ব্যবস্থা কাচের চেয়েও ভঙ্গুর।

প্রেসিডেন্ট বলেন, ইরান তার মর্যাদা ও সম্মানের প্রশ্নে সিরিয়াস প্রমাণিত হয়েছে। তিনি ইহুদিবাদী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, যেকোনো ভুল করলে ইরানের পক্ষ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া দেখা দেবে।

পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন মেনে এবং ইসমাইল হানিয়াহ, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং প্রতিরোধ ফ্রন্ট (হিজবুল্লাহর) বেশ কয়েকজন কমান্ডারকে ইসরাইলি হত্যার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম