সীমান্তে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে: হিজবুল্লাহ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পিএম
সীমান্তে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মারোউন আল-রাস শহরের পূর্ব দিক থেকে ইসরাইলি বাহিনী অনুপ্রবেশ করায় এ সংঘাত শুরু হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইতোমধ্যে বেশ কয়েকজনকে হতাহত করেছে। খবর আল জাজিরার।
হিজবুল্লাহর একটি আক্রমণে চারজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবাননের দক্ষিণ এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে ইসরাইলের একটি সৈন্যদল হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে।
আরও জানিয়েছে, হামলায় বহু সংখ্যক ইসরাইলি সৈন্য আহত হয়েছে এবং উদ্ধারকারী দল তাদেরকে চারটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বুধবার লেবাননের যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি সেনাদের এটি দ্বিতীয় সরাসরি সংঘর্ষ বলে জানিয়েছে হিজবুল্লাহ।
তাদের মতে, দুটি সংঘর্ষেই ইসরাইলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।
তবে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।