Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবকে যে হুঁশিয়ারি দিলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৫:২১ পিএম

জাতিসংঘ মহাসচিবকে যে হুঁশিয়ারি দিলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা না জানানোয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরাইলে প্রবেশে বাধা দেওয়া হবে হুঁশিয়ার করেছেন দখলদার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ।  

তিনি বলেছেন, ‘দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরাইলে অবাঞ্চিত ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে।’ খবর আল জাজিরার।  

ইরানের হামলার পরপরই গুতেরেস ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের কথা উল্লেখ করেননি।

এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারে না, সে ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি ইসরাইলবিরোধী মহাসচিব যিনি সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের সমর্থন দিয়ে থাকেন।’

তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্মের জন্য গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসাবে স্মরণ করা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম