Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইসরাইলে হামলায় ইরানের সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম

‘ইসরাইলে হামলায় ইরানের সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে’

ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। 

ইরান মঙ্গলবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ-২’ নামের যে অভিযান চালায় তাতে তেল আবিবের নিকটবর্তী তিনটি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়।

এ বিষয়ে পেজেশকিয়ান নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের এক্স পোস্টে আরো বলা হয়েছে, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে, ইরান যুদ্ধবাজ নয়। কিন্তু এটি যেকোনো আগাসন বা হুমকি মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত রয়েছে।

প্রেসিডেন্ট তার পোস্টে আরও বলেন, মঙ্গলবার রাতে যে অভিযান চালানো হয়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র। কাজেই ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আসবেন না।

সিনিয়র প্রতিরোধ নেতাদের হত্যা, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান বর্বরতা এবং লেবাননে সাইকোপ্যাথিক বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার রাতে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলি স্থাপনাগুলোতে আঘাত করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম