লেবাননে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অভিযান শেষ করার আহ্বান ফ্রান্সের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:২৪ এএম
ইসরাইলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, ইরানের হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ফ্রান্স তার সামরিক সংস্থান সুসংহত করেছে।
একইসঙ্গে ইসরাইলকে লেবাননে তাদের সামরিক অভিযান ‘যত তাড়াতাড়ি সম্ভব’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এলিসি প্যালেস থেকে এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেছেন, ‘লেবাননে অনেক বেসামরিক নাগরিক ইতোমধ্যেই হামলার শিকার হয়েছেন এবং দ্রুত অভিযান বন্ধ করে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করা উচিত’।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইল এবং দেশটির জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের নিন্দা জানায় প্যারিস।
চলমান পরিস্থিতিতে ‘লেবাননের জনগণ এবং তাদের প্রতিষ্ঠানের সমর্থনে’ একটি সম্মেলনের আয়োজন কথা জানিয়েছে ফ্রান্স।
লেবাননের সাথে ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত লেবানন ফ্রান্সের উপনিবেশ ছিল। দেশটির উপর এখনও ফরাসি কর্তৃপক্ষের ব্যাপক প্রভাব রয়েছে।