
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
ইসরাইলে ইরানের ‘বীরত্বপূর্ণ’ হামলার প্রশংসা হামাসের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ এএম

আরও পড়ুন
দখলদার ইসরাইলের ওপর ইরানের ‘বীরত্বপূর্ণ’ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের প্রশংসা করে গাজায় ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীটি। খবর বিবিসির।
বিবৃতিতে বলা হয়, আমাদের দখল করা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ড যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কয়েকটি ইসরাইলের ভূমিতে আঘাত হেনেছে। বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট বলা হয়েছে, মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইরানের নজিরবিহীন এ হামলার মুখে প্রাণভয়ে দখলদার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয়।