লেবাননের পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।
মঙ্গলবার দ্য সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ‘দখলকৃত গোলান মালভূমি থেকে’ স্থানীয় সময় রাত ২টার দিকে ড্রোন ও বিমান দিয়ে দামেস্কে হামলা চালায়। এতে তিনজন বেসামরিক নাগরিক ও ৯ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও বলেছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। সানা এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার রাজধানী লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতক ইসরাইলের আগ্রাসনে টেলিভিশন উপস্থাপক সাফা আহমেদ নিহত হয়েছেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ফুটেজে দেখা গেছে যে, রাস্তায় একটি গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। তবে ওই হামলায় সাফা আহমেদসহ অন্যরা নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। ইসরাইলি হামলায় গাড়িটিতে আগুন ধরে যায়। তবে সিরিয়ায় হামলার বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।