তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবে নিহত ১২, নিখোঁজ ১০
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
![তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবে নিহত ১২, নিখোঁজ ১০](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/30/Tunisia-66faa39e348df.jpg)
তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপ জেরবা উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এখনও আরও ১০ জন নিখোঁজ রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, চার অভিবাসী সাঁতরে তীরে উঠে আসার পর ঘটনাটি সম্পর্কে তাদের অবহিত করা হয়।
স্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অবজারভেটরি জানিয়েছে, নৌকাটিতে থাকা দুজন মরক্কোর নাগরিক ছাড়াও আরোহীরা সবাই তিউনিসিয়ার নাগরিক।
তিউনিসিয়ার উপকূলে গত বছর নৌকাডুবিতে ১৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা তিউনিসিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস।