Logo
Logo
×

আন্তর্জাতিক

হুদায়দায় হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

হুদায়দায় হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর

ইয়েমেনের হুদায়দা বন্দরে ইসরাইলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধের ঘোষণা দিয়েছে আনসারুল্লাহ।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া সেলের উপপ্রধান নাসরেদ্দিন আমের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরাইলি শত্রুর নতুন আগ্রাসনের জন্য আমরা আল্লাহর সাহায্যে জবাব দেবো, ইন শা আল্লাহ’।

রোববার হুদায়দা বন্দর নগরীতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরাইলের বর্বর বাহিনী। এ হামলার পরই আমের তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ওই প্রতিশোধের অঙ্গীকার করেন।

ইসরাইলি আক্রমণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, ‘প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছিল এবং রাস ইসা এবং হুদায়দা বন্দরগুলোর তেল মজুতকরা গুদামগুলো খালি করা হয়েছিল’।

নাসরেদ্দিন আমের এ সময় জোর দিয়ে বলেন, ‘ইসরাইলের এ ধরনের আক্রমণ ইয়েমেনের সেনাবাহিনীকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। ইয়েমেনি সামরিক বাহিনী তাদের ফিলিস্তিনপন্থি অভিযান চালিয়ে যাবে’।

এর আগে, ইসরাইলি বাহিনী রোববার বিকালে ইয়েমেনের উপকূলীয় শহর হুদায়দায় বিমান হামলা চালায়। তবে তারা এখন আনসারুল্লাহর শক্ত প্রতিক্রিয়ার হুমকির মুখে পড়েছে।

আল-মায়াদিন জানিয়েছে, ইসরাইলি আক্রমণকারীরা একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, ‘হুদায়দা বন্দরে তেলের ট্যাংকগুলোতে আগুন লেগেছে এবং হামলার ফলে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে’।

নাসরেদ্দিন আমের আরও বলেন, ‘ইসরাইলি শত্রু যে আনন্দে বিভোর হয়েছে, তা তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে এবং তারা অবশ্যই এর ফল ভোগ করবে’।

সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের ওপর তিনটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। যার প্রেক্ষিতে ইসরাইলও ইয়েমেনে পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং হামলা চালিয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম